খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫
  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১

খুলনার ৪ মামলায় সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতা সালাম মুর্শেদীকে আলাদা চারটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে তিনি খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এ হাজির হয়ে জামিন আবেদন করেন।

এ সময় সাবেক এই ফুটবলারকে আদালতে তোলা হলে শতাধিক উৎসুক জনতা ভুয়া ভুয়া শ্লোগান দিতে থাকে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ অক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য নদী পথে ট্রলারযোগে রওনা হয় দলীয় নেতাকর্মী। দিঘলিয়া উপজেলার চন্দনীমহল (কাটাবন) ঘাটে কিছু নেতাকর্মী অবস্থান করছে এমন খবরে সেখানে যান ফুলতলা উপজেলা বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন বাবু। চন্দনীমহল ঘাটে পৌছানোর সাথে সাথে আওয়মীলীগ কর্মীদের হামলায় বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন বাবুসহ বেশ কয়েকজন বিএনপি কর্মী আহত হয়।

মামলার বাদী বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন বাবু বলেন, সেদিন আমরা শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেওয়ার জন্য ট্রলারযোগে খুলনায় যাচ্ছিলাম। ওইদিন আসামিরা আমাদের ট্রলারে উঠে আমাদের ওপর অমানবিক অত্যাচার করে। আমাদের লক্ষ্য করে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে তারা।

৫ আগষ্ট শেখ হাসিনার সরকারের পতন হলে দিঘলিয়া থানায় ২১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ঐ বিএনপি নেতা। যেখানে সালাম মুর্শেদী ৯ নম্বর আসামি।

অপর মামলা থেকে জানা গেছে, ২০২২ সালের ২৫ আগষ্ট এর। বিএনপি নেতা আজিজুল বারী হেলাল এর জনসভায় যোগদেয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা জড়ো হলে বিকেল সাড়ে ৩টার দিকে সালাম মুশের্দীর নির্দেশে বিএনপি কর্মীদের উপরে হামলা চালায় আওয়ামীলীগের কর্মীরা। এ ঘটনায় বিএনপি’র ওয়ার্ড নেতা সালাম মুশের্দীকে এক নম্বর আসামি করে ৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যার নং-১১।

এছাড়া ২০২২ সালের ২৫ আগস্ট দিঘলিয়া উপজেলার পুটিমারী বটতলার মোড়ে বিএনপি নেতা খায়রুল ইসলাম মোল্লার উপর অতর্কিত হামলা চালায় আওয়ামীলীগ কর্মীরা। চলতি বছরের ২৯ আগস্ট এ হামলার ঘটনায় তিনি সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীসহ ৮৩ জনের নাম উল্লেখ করে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন, যার নং ১৪।

চতুর্থ মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২২ অক্টোবর বিভাগীয় সমাবেশ সফল করার জন্য জেলা বিএনপি নেতাকর্মীদের একটি অংশ দিঘলিয়া উপজেলার চন্দনীমহল কাটাবন এলাকায় পৌছালে তাদের উপর হামলা চালায় সালাম মুর্শেদীর অনুসারীরা। এ ঘটনায় সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা, খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীসহ ৮৫ জনের নাম উল্লেখ করে ৪শ জনকে আসামি করে মামলা দায়ের করে বিএনপি। সালাম মুর্শেদী এই মামলায় ১১ নম্বর আসামি।

কোর্ট ইন্সপেক্টর মো. শাহাজাহান বলেন, দিঘলিয়ার ৩ টি ও ফুলতলার একটি মামলায় সাবেক সংসদ সদস্য সালাম মুশের্দীকে দু’টি পৃথক আদালতে হাজির করা হয়। তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে তা নামঞ্জুর হয় এবং চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা পিপি অ্যাডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষার ও মহানগর পিপি অ্যাডভোকেট শহীদুল আলম।

খুলনা গেজেট/এনএম/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!