খুলনার চানমারী, রূপসা, লবণচরা এলাকার আতংক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার রাতে কেএমপির গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। বর্তমানে গোয়েন্দা কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেপ্তার অন্যরা হলেন ফয়সাল আহমেদ দ্বীপ, রিয়াজুল ইসলাম রাজু, কামরুজ্জামান নাঈম ও রানা তালুকদার।
কেএমপির উপ-কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে নূর আজিমসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নূর আজিমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তবে অন্যদের বিরুদ্ধে মামলা রয়েছে কিনা তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
খুলনা গেজেট/এমএম