খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

খুলনার ললনাদের ভিন্নধর্মী আয়োজন

নিজস্ব প্রতিবেদক

মহামারীর এই সময়েও দমে নেই খুলনার ললনারা। ঈদুল আযহা উপলক্ষে ছিল এক ভিন্নধর্মী আয়োজন। ফেসবুক পেজ ‘ললনার রান্নাঘর’ এর পক্ষ থেকে আয়োজন করা হয় রান্নার প্রতিযোগিতা। রান্না করা খাবারের রেসিপি ও ছবি শেয়ার করে এ প্রতিযোগিতায় অংশ নেন অনেকেই। দুই দিনব্যাপী চলা এই প্রতিযোগীতার সমাপনীতে সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে দুটি ক্যাটাগরির উপর ভিত্তি করে বিচার করা হয়েছে। প্রতিযোগিতায় মোট ছয়জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

ছবি ও রেসিপির জন্য নির্বাচিত হয়েছেন সিলভী নওশীন (চুই ঝালে, আস্ত রসুনে গরুর মাংশ), ফারজানা ওয়াহিদা (কাচ্চি বিরিয়ানি) ও সৈয়দা তানিয়া মিলা (চুই ঝালের হালিম)।

এদিকে শুধু রেসিপির জন্য নির্বাচিত হয়েছেন তাসলিমা সুইটি (চিকেন মহারাণী), মাহবুবা কুসুম (শাহী গরুর রেজালা), তাসনুভা ইসলাম তিথি (মেজবানির মাংশ)।

প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণ ও ফলাফল ঘোষণার কঠিন কাজটিকে সহজ এবং নিখুঁত করতে বিশেষ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গুণী রন্ধন শিল্পী ও ফটোগ্রাফার আমেনা আনার।

এই আয়োজনে নুজহাত দিবার পেইজ Essence এর পক্ষ থেকে গিপ্ফট স্পন্সর করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়েছেন ‘ললনার রান্নাঘর ‘ ফেসবুক পেজের এডমিন সোনিয়া সিরাজী, ফারজানা মিথিলা এবং নাজিয়া চৌধুরী পিংকি।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!