খুলনা, বাংলাদেশ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত পাঁচ বছরের শিশুর মৃত্যু
  চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

খুলনার বাজারে বেড়েছে সবজির দাম

মোহাঃ রহমতুল্লাহ

খুলনার বাজারে বৃদ্ধি পেয়েছে সব ধরনের সবজির দাম। এতে চরম অস্বস্তির মধ্যে রয়েছে সাধারণ মানুষ। সবজির দাম উদ্ধগতিতে কাঁচাবাজারে সবজি কিনতে চরম হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। আষাঢ় মাস চলছে তাই সবাজির দাম গত সপ্তাহের থেকে ১০-২০ টাকা বেশি বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।

তবে যে সবজিগুলোর সিজন এখন না সেগুলোর দাম বেশ চড়া। বাজারে এখন বেশির ভাগ সবজির দাম ৪০ টাকার ওপরে।

খুলনার ময়লাপোতা সন্ধ্যা বাজার, রূপসা কেসিসি মার্কেট ও গল্লামারীর বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়।

গত সপ্তাহে তুলনায় এই সপ্তাহে যেসব সবজির দাম বেড়েছে তার মধ্যে রয়েছে- প্রতি কেজি পুইশাক ৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০ টাকা। প্রতি কেজি লালশাক ৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা। প্রতি কেজি পটল ৪০-৪৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০ টাকা। শসা ৭০-৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০-৭০ টাকা ও চিচিংগা ৫০-৬০ টাকা, যা গত সপ্তাহে ছিলো ৪০-৪৫ টাকা।

গত সপ্তাহে তুলনায় এই সপ্তাহে যেসব সবজির দাম কিছুটা কম তার মধ্যে রয়েছে- প্রতি কেজি বরবটি ৭০-৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৮০-৯০ টাকা। ওল এবং উচ্ছে ৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা। টমেটো ১৪০-১৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৬০-১৮০ টাকা। কাঁচা মরিচ ১২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৮০ টাকা এবং রসুন চায়না ২০০ টাকা, দেশি ১২০ ও ১৬০ টাকা, যা গত সপ্তাহের থেকে ২০-৩০ কমেছে।

এদিকে প্রতি কেজি আলু ২৫-৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৫০-৫৫ টাকা, প্রতি কেজি বেগুন ৯০-১০০ টাকা, প্রতি কেজি কাঁচকলা ৪০ টাকা, প্রতি কেজি ডাটা শাক, মিষ্টি কুমড়া ও আমড়া ৩০ টাকা, ঢেড়শ ও কাকরোল ৭০ টাকা, মাঝারি সাইডজের লাউ ৫০-৬০ টাকা যা এই সপ্তাহে অপরিবর্তিত রয়েছে।

তাছাড়া অপরিবর্তিত রয়েছে ডাল ও ছোলার দাম। প্রতি কেজি ছোলা ১০০ টাকা ও বুট ৭০ টাকা। মসুর ডাল মোটা ও চিকন বিক্রি হচ্ছে যথাক্রমে ১১০ ও ১৪০-১৫০ টাকা করে প্রতি কেজি।

সাধারণ ক্রেতারা জানান, যদি মৌসুমেও এই দাম হয়, তবে বর্ষা শেষে অথবা বন্যায় বাজার পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

ময়লাপোতা বাজারের সবজি বিক্রেতা মিরাজ হোসেন বলেন, কয়েকদিন ধরে বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হচ্ছে, তাই বাজারেও সবজি কম আসছে। কম আসার কারণে মূল্য একটু বেশি।

গত সপ্তাহের মতো এই সপ্তাহেও অপরিবর্তিত রয়েছে ডিম ও মুরগির মাংসের মূল্য। প্রতি হালি ফার্মের সাদা ডিম ৪৪-৪৮ টাকা, লাল ডিম ৪৮ টাকা এবং হাঁসের ডিম ৭২ টাকা ও মুরগির ডিম ৬৪ টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৪০-১৫০ টাকা, সোনালি জাতের মুরগি ২৮০-২৯০ টাকা।

গল্লামারী বাজারের ক্রেতা সরকারি ব্রজলাল কলেজের শিক্ষার্থী ইমন মিয়া বলেন, এখন তো পুরোদমে শাক-সবজির সিজন। সে তুলনায় মূল্য বেশিই মনে হচ্ছে।

খুলনা গেজেট/এএজে/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!