খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোঃ মনিরুজ্জামান তালুকদার বুধবার সকালে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু, এস এম নজরুল ইসলাম, শেখ দিদারুল আলম, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মোঃ তরিকুল ইসলাম, মোহাম্মদ আলী সনি, মামুন রেজা, মল্লিক সুধাংশু, বিমল সাহা, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), মাহবুবুর রহমান মুন্ন ও মোঃ শাহ আলম।
এর আগে মতবিনিময় সভার শুরুতে নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন ক্লাবের সভপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
খুলনা গেজেট/এনএম