খুলনার নতুন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) হিসেবে যোগদান করেছেন মো. ইয়ারব হোসেন। রবিবার (২৭ জুন) সকালে তিনি যোগদান করেন। এ সময় নতুন সিএমএম এর যোগদান উপলক্ষে মহানগর দায়রা জজ, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, খুলনা মহানগরী পুলিশ, খুলনা আইনজীবী সমিতিসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন।
যোগদানকালে নতুন সিএমএম বলেন, খুলনার সাধারণ জনগনের ন্যায় বিচারের স্বার্থে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি মামলার জট নিরসনে বদ্ধ পরিকর।
ইতোপুর্বে মো. ইয়ারব হোসেন খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত ছিলেন। তিনি ২৪তম বিসিএসের একজন কর্মকর্তা। তার জন্মস্থান মেহেরপুরে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে কৃতিত্বের সহিত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ২০০৬ সালে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে সহকারী জজ হিসেবে কর্ম জীবন শুরু করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তার সহধর্মিনী সরকারি বিএল কলেজের একজন প্রভাষক ও ৩০তম বিসিএসের একজন কর্মকর্তা।
খুলনা গেজেট/ এস আই