চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার বটিয়াঘাটার জলমা ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) ছোট গণনা শেষে বেসরকারি ফলাফলে জলমা ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী জয় পেয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিধান রায় পেয়েছেন ২৮ হাজার ৭৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতিকের প্রার্থী মোঃ শফিউল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২০২ ভোট।