খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

খুলনার ছেলে মামুন পদ্মা সেতুর প্রথম পাবলিক ট্রান্সপোর্টের চালক হতে আগ্রহী

একরামুল হোসেন লিপু, দিঘলিয়া

মোঃ আল মামুন ড্রাইভার। পেশায় একজন প্রথম শ্রেনীর বাস চালক। দেশের নামকরা অভিজাত পরিবহনগুলোর চালক হিসেবে তার ব্যাপক সুনাম, অভিজ্ঞতা এবং খ্যাতি রয়েছে। দেশের সীমানা পেরিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা পর্যন্ত গ্রীন লাইন পরিবহনের যাত্রী আনা-নেওয়া করেছেন। বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলায় ব্যবহৃত ঈগল পরিবহনের আর এম টু গাড়ির চালক হিসেবে পারদর্শী দেখিয়েছেন। সেনাবাহিনীর সদস্যদের রিক্রুটিং এর বাস চালানোর অভিজ্ঞতা রয়েছে। সফল বাস চালক আল মামুন ড্রাইভারের স্বপ্ন এবং আশা পদ্মা সেতুর পাবলিক ট্রান্সপোর্টের প্রথম চালক হতে। এ লক্ষ্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি খুলনা গেজেটকে বলেন। তিনি বলেন, ইতিমধ্যে আমি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবের সংগে যোগাযোগ করেছি। তাঁর এ স্বপ্ন পূরণের জন্য খুলনাসহ দেশবাসীর সকলের সহযোগীতা কামনা করেছেন।

বাস চালক মামুন ড্রাইভারের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী বিদ্যাবাগীশ পাড়ায়। পিতার নাম আব্দুল খালেক। দীর্ঘ ২৮ বছর যাবৎ তিনি পরিবহন শ্রমিক হিসেবে কাজ করছেন এবং ১৯ বছর ধরে সুনামের সাথে একজন সচেতন গাড়ি চালক হিসেবে পরিবহন সেক্টরে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। বাস চালকের পাশাপাশি তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের শ্রমিক সংগঠন শ্রমিক লীগের একজন সক্রিয় কর্মী। সক্রিয় আছেন “সেবক” সংগঠনের একজন সদস্য হিসেবে। দুর্ঘটনারোধে ব্যক্তি উদ্যোগে পরিবহন শ্রমিকদের মধ্যে তিনি সচেতনতামূলক প্রচারণা চালিয়ে থাকেন। এছাড়া তিনি খুলনা বিভাগীয় মটর শ্রমিক ইউনিয়নের দৌলতপুর শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে মটর শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।

দেশের অভিজাত পরিবহনগুলোর একজন দক্ষ চালক হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে। গ্রীন লাইন পরিবহনের চালক হিসেবে তিনি পিরোজপুর- খুলনা -কলকাতা এবং একই পরিবহনের ঢাকা-কলকাতা (কাটা সার্ভিস) চালক হিসেবে সুনাম অর্জন করেছেন। বাংলাদেশে অনুষ্ঠিত টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলায় ঈগল পরিবহনের আর এম টু গাড়ির চালক ছিলেন মামুন ড্রাইভার। এছাড়া তিনি সোহাগ পরিবহণের এলিট এবং ইউনিক পরিবহনের চালক হিসেবে যাত্রী পরিবহনের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। একজন সচেতন চালক হিসেবে তিনি সড়কের সকল প্রকার সিগন্যাল এবং পরিবহন আইন কানুন মেনে চলেন। সম্প্রতি খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে তিনি প্রয়োজনীয় টেষ্ট সম্পন্ন করে ডোপ টেষ্ট সনদ সংগ্রহ করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!