খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  জুলাই গণহত্যা : ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ
  বিশ্বকাপ বাছাই : মার্টিনেজের ভলিতে পেরুর বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা

খুলনার চালনাসহ ২৪ পৌরসভায় চলছে ভোট

নিজস্ব প্রতিবেদক

চালনা পৌরসভায় চলছে ভোটগ্রহণ...খুলনা গেজেট।
চালনা পৌরসভায় চলছে ভোটগ্রহণ...খুলনা গেজেট।

খুলনার চালনাসহ দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকাল চারটা পর্যন্ত।

এদিন চালনার ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। ভোটাররা কেন্দ্রে এসেছে আনন্দের সঙ্গে ভোট দিতে। সকাল থেকে এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ পৌরসভায় ইভিএমে ভোট দিচ্ছে ভোটাররা। চালনা পৌরসভার নম্বর ভোটকেন্দ্রে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এক ঘন্টায় ৯৪ টি ভোট পড়ে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা শেখ মাহাবুর রহমান। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। উৎসবমূখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস খুলনা গেজেটকে বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে ২০২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা থাকবেন। মোট নয়টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে।ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন। এর মধ্যে প্রত্যেক কেন্দ্রে নয়জন করে পুলিশ ও আনসার সদস্য এবং বিজিবি (প্রতি প্লাটুনে ২০জন) দুই প্লাটুন ভোটের মাঠে নিয়োজিত আছে।

‌তিনি আরও জানান, চালনা পৌরসভা নির্বাচনে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। তাঁরা আচরণবিধি প্রতিপালনসহ সার্বিক বিষয়ে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে একজন রিটার্নিং কর্মকর্তা ও একজন সহকারি রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নয়জন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৪৩ জন এবং পোলিং কর্মকর্তা ৮৬ জন।

সোমবার (২৮ ডিসেম্বর) যেসব পৌরসভায় ভোট হবে তা হলো-খুলনার চালনা, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোণার মদন, মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, সুনাগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড।

 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!