খুলনা নগরীর ওয়েস্টার্ন ইন হোটেল থেকে শান্তা ইসলাম(৪২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) বিকালে সাড়ে ৪ টার দিকে ওই নারীর মরদেহ হোটেলের তৃতীয় তলায় ২০৮ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকাল ৫টায় আসমা নাম ব্যবহার করে ওই নারী কক্ষটি ভাড়া নেন।
শান্তা ইসলাম বাগেরহাট জেলার তেলীগাতি গ্রামের বাসিন্দা আ: খালেকের মেয়ে। তিনি ঢাকার বিভিন্ন এলাকায় গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানায়।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনায় আসেন ওই নারী। তিনি ওই হোটেলের তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষটি ভাড়া নেন। শুক্রবার সকালে তিনি হোটেলে নাস্তা করেন। দুপুর সাড়ে ১২ টার দিকে হোটেল কর্তৃপক্ষ কক্ষটি পরিস্কার করতে গিয়ে ডাক দিলে ভেতর থেকে কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। পরবর্তীতে বিকেলে ৪ টা ২০ মিনিটের দিকে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এবং মহিলা পুলিশ হোটেলের ওই কক্ষটির তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে শান্তা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি গায়ের ওড়না পেচিয়ে আত্মহনন করে। পরে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
তিনি বলেন, তার কাছে একটি জন্ম সনদ পাওয়া গেছে। তার সনদের ওপর ঢাকার একটি গৃহপরিচারিকা সাপ্লাই কোম্পানির ঠিকানা পাওয়া গেছে। যোগাযোগ করা হলে সেখান থেকে তার পরিচয় জানা যায়।
তিনি আরও বলেন, এর আগেও তিনি বিভিন্ন হোটেলে ছদ্ম নাম ব্যাবহার করে অবস্থান করেছেন। কিন্তু টাকা দিতে না পারায় ব্যাগ ফেলে রেখে চলে যান। তিনি ঢাকায় মুর্শিদা নামে এক মহিলার বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন।
খুলনা গেজেট/এএজে