খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি
  আজ সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

খুলনার আলিমগেটে বাসের ধাক্কায় পুলিশ কনষ্টেবল আহত

খুলনায় বাসের ধাক্কায় রুপসা থানায় কর্মরত পুলিশ কনষ্টেবল মোঃ ফরজ আলী গুরুতর আহত হয়ে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে আটরা শিল্প এলাকার আলিমগেটের সামনে হানিফ পরিবহনের ধাক্কায় তিনি আহত হন।

আটরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আনোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে যশোর থেকে খুলনা যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী কনষ্টেবল মোঃ ফরজ আলীকে যশোর অভিমুখী একটি বাস ধাক্কা দিয়ে দ্রতগতিতে চলে যায়। এতে মোটরসাইকেল আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গুরুতর আহত পুলিশ কনষ্টেবল চুয়াডঙ্গার আড়িয়াবাড়িয়ার দিনাপুর গ্রামের আজির মালিতার ছেলে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!