খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

খুলনায় ১ লাখ ৬৬ হাজার জাল টাকাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ১ লাখ ৬৬ হাজার জাল টাকাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার (২৭ এপ্রিল) নগরীর শহীদ হাদিস পার্কে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো নওয়াপাড়ার মো. কাশেম বিশ্বাস ছেলে মো. রুবেল বিশ্বাস (৩০) ও নওয়াপাড়া মো. আসাদুল বিশ্বাস ছেলে মো. আকাশ বিশ্বাস (২২) । এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৬৬ হাজার জাল টাকাসহ ৪টি মোবাইলফোন ও ৫টি সিমকাড জব্দ করা হয়। রবিবার (২৮ এপ্রিল) র‌্যাব-৬ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ জাল টাকা দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এ তথ্যের ভিতিত্তে ঘটনার সত্যতা যাচাই ও আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শহীদ হাদিস পার্কে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। এসময় জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে খুলনার খুলনা সদর থানায় হস্তান্তর করে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!