খুলনা জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় খুলনা সার্কিট হাউস মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ কর্মশালা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আনিসুজ্জামান। বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম ও ড্যাফোডিল ইউনিভার্সিটির গণমাধ্যম যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জামিল খান।
খুলনা জেলার ৩৫ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রশিক্ষণের কোন বয়স নাই। মানুষের প্রতিটি ক্ষেত্রেই শিক্ষার অনেক কিছু রয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন করা খুবই জরুরি।
তিনি আরও বলেন, যে কোন কিছু প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
খুলনা গেজেট/এনএম