মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে খুলনার জাতিসংঘ শিশু পার্কে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ‘মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপনন মেলা-২০২৫’। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে এ মেলার উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
উদ্বোধনকালে তিনি বলেন, এ মেলার মাধ্যমে মৎস্যজীবীদের উৎপাদিত পণ্যেও প্রচার, প্রসার মার্কেট লিংকেজ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মাঠ পর্যায়ের সকলকে অনুপ্রেরণা যোগাবে।
তিনি আরো বলেন, এ ধরণের উদ্যোগ উপকূলীয় এলাকার জনগণের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। যা মৎস্যজীবীদের জীবিকায়ন এবং ভবিষ্যতের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।
এসডিএফ এর এসসিএমএফপি কম্পোজ-৩ এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ সামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, এসডিএফ এর এসসিএমএফপি কম্পোজ-৩ এর প্রকল্প সমন্বয়কারী এম আই এম জুলফিকার।
আয়োজকরা জানান, মূলত: বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত এবং মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প, কম্পোনেন্ট-৩, (মৎস্যজীবীদের ক্ষমতায়ন ও বিকল্প পেশায় রুপান্তর) এর আওতায় উক্ত মেলার আয়োজন করা হয়।
মেলায় খুলনার বিভিন্ন গ্রাম হতে জেলেরা তাদের পণ্যের সমারোহ ঘটায়। মেলায় ২৬টি স্টলে শোভা পাচ্ছে মৎস্যজীবীদের তৈরি চামড়াজাত পণ্য, মধু, মৎস্যসহ রকমারী পণ্য। তিনদিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রতিদিনই থাকছে দর্শকদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রাঙ্গন সর্বসাধারনের জন্য উন্মুক্ত। এখানে থাকছে সরাসরি উৎপাদনকারীদের সাথে মতবিনিময়ের অবারিত সুযোগ। ক্রেতা বিক্রেতার মিলন মেলায় পরিনত হয়েছে এ মেলা। ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।
মরনিদ্রা নকশীকাথা উৎপাদনমূখী সমবায় সমিতির স্টলে পাওয়া যাচ্ছে নিজেদেও বুনানো কাথা, বেডসীট, পাখা, ব্যাগ, টুপি ইত্যাদি। কর্মী আয়শা বেগম জানান, এসব পণ্য খুবই সস্তা।
নাপিতের হাট শীতল পাটি উৎপাদনমুখী সমবায় সমিতির কর্মী অবিনাশ পার্টিক জানান, তাদেও স্টলে বাশেঁর তৈরী সাজ বক্স, কলমদানী, টিস্যু বক্স, পাখা, ট্রে, শীতল পাটি দিয়ে সাজানা হয়েছে।
রাজেশ্বও মৎস্যজীবি সমিতির কর্মী মাহমুদা জানান, তাদেও স্টলে পুতি দিয়ে তৈরী বিভিন্ন পণ্যসামগ্রী দিয়ে সাজানো হয়েছে। এছাড়া মেলায় জেলেদের নিজ হাতে তৈরী বিভিন্ন পণ্যদিয়ে সাজানো হয়েছে স্টল।
খুলনা গেজেট/ টিএ