খুলনায় মাসব্যাপী একুশে বইমেলার পর্দা উঠছে আজ বুধবার (১ ফেব্রুয়ারি)। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বয়রা এলাকায় অবস্থিত বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে এই মেলায় আয়োজন করা হয়েছে। এবারের বইমেলায় ১০০টি স্টল থাকবে। মেলা প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের একুশে বই মেলার উদ্বোধন করার কথা রয়েছে।এতে বিশেষ অতিথি থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। সভাপতিত্ব করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: শহিদুল ইসলাম।
খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান বলেন, এবারের বই মেলায় খুলনা, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রকাশনী ও বই বিক্রেতাদের স্টল থাকছে। মেলায় সর্বমোট ১০০টি স্টল থাকবে। এরমধ্যে এখন পর্যন্ত ৭০টি স্টল বরাদ্দ হয়েছে। আমরা চেষ্টা করছি স্টলগুলো বই বিক্রেতাদের দিতে৷ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের একুশে বই মেলা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।
খুলনা গেজেট/এমএম