খুলনায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১১ নভেম্বর) নগরীর বয়রা বাজারে এই অভিযান পরিচালনা করে সংস্থাটি। অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এ অভিযানের নেতৃত্বে দেন।
অভিযানে আর, কে মেডিকেল হলকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪ হাজার টাকা, সন্ধানী মেডিকেল হলকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স সাজু ফার্মেসীকে ৫ হাজার ৫০০ টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মোল্লা স্টোরকে ২ হাজার টাকা এবং মিন্টুর দোকানকে ৫০০টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগী কার্যালয়ের সহকারী পরিচালক শরীফা সুলতানা, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব, ক্যাব সদস্য জেড এন সুমন।
অভিযানে, সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়।
খুলনা গেজেট/ টিএ