খুলনা, বাংলাদেশ | ৬ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোক
  উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন
  সাড়ে ৩ ঘণ্টা পর উত্তরার রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

খুলনায় বৈষম্যমুক্ত বাংলাদেশ ও সুশাসন বিষয়ে সেমিনার

গেজেট ডেস্ক

তথ্য অধিদফতর (পিআইডি) এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের যৌথ আয়োজনে বৈষম্যমুক্ত বাংলাদেশ ও সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সেমিনার শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে খুলনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ছাত্রজনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই আত্মত্যাগের লড়াই একটি বড়সাফল্য ও মাইলফলক হয়ে থাকবে যদি আমরা জুলাই-আগস্টের চেতনাকে সঠিকভাবে হৃদয়ে ধারণ করি।

তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনেক বিষয়ে জানা হয়েছে এবং এর ফলে আমাদের হৃদয় আন্দোলিত হয়েছে। আমাদের লক্ষ্য হলো খুলনাবাসীকে সেবা দিয়ে যাওয়া। অনেক সময় তথ্যের সাথে অপতথ্য মিশ্রিত হয়ে যায়। অপতথ্যের বিস্তার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এবিষয়ে গণমাধ্যমকর্মীদের সর্তক থাকতে হবে। আমি আশা করছি আজকের এই সেমিনার থেকে উঠে আসা সারসংক্ষেপ আমাদের আগামীর পথ চলায় ভূমিকা রাখবে।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, গণমাধ্যমকর্মীরা হচ্ছেন সমাজের দর্পন। ছাত্রজনতার আন্দোলনে অনেক গণমাধ্যমকর্মীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এই আন্দোলনের সঠিক তথ্য তুলে ধরেছেন। যার ফলে জুলাই-আগস্ট আন্দোলনের সঠিক চিত্রটি বিশ্বের কাছে তুলে ধরা সম্ভব হয়েছে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সুশান্ত সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মিনহাজুল আবেদীন সম্পদ। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) ম. জাভেদ ইকবাল। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তৃতা করেন সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান।

অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর খুলনা কার্যালয়ের পরিচালক জিনাত আরা আহমেদ, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, এস এম হাবিবসহ গণমাধ্যমকর্মীরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আলী সরকার, উপপ্রধান তথ্য অফিসার (রিসার্চ, রেফারেন্স ও মিডিয়া সেন্টার) হাছিনা আক্তার ও তথ্য অফিসার (সমন্বয়, বিতরণ ও প্রশিক্ষণ) মো. জোবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

সেমিনারটি সঞ্চালনা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. আতিকুর রহমান মুফতি।

সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও ৩৫জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!