খুলনায় ফর্নিচার ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) রাত ৮ টার দিকে নগরীর শেরে এ বাংলা রোড হাজিবাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। আহত ব্যবসায়ী হলেন রকি (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক রাত ৮ টার দিকে শের এ বাংলা রোড হাজী বাড়ির মোড়ে বেসিক ফার্নিচার ব্যবসায়ী রকির দোকানের সামনে ৭/৮ টি মটরসাইকেল যোগে ১০/১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি আসে। তারপর দুর্বৃত্তরা ফার্নিচার ব্যবসায়ী রকি’র সাথে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির করে। একপর্যায়ে রকি দৌড়ে পালানোর চেষ্টাকালে নাজিরঘাট মেইন রোড ইউনুচ এর বাড়ির উত্তর পাশে ও আজাদ এর বাড়ির সামনে পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রকিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়।
খুলনা গেজেট/এএজে