প্রকাশ্যে মাইক বাজিয়ে জুয়ার টিকিট বিক্রির অভিযোগে ১৬ জনকে আটক করেছে খুলনার খানজাহান আলী থানা পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়। শনিবার (৪ জানুয়ারি) তাদের কেএমপির ৯৫ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালতে জরিমানা দিয়ে শনিবারই তারা ছাড়া পেয়েছে।
আটক ব্যক্তিরা হলেন রনি হোসেন, আশরাফ গাজী, মিরান শেখ, জামিরুল ইসলাম মন্ডল, মো. আনোয়ার, মো. নুরুজ্জামান, শেখ সজল হোসেন, মো. সামিউল, আবদুল কুদ্দুস, কিনান, রিজু আহমেদ, খালিদ শেখ, আনিচুর রহমান, শেখ রাব্বি, নাঈম রহমান, আলামিন শেখ।
খানজাহান আলী থানার এস আই আজিবর রহমান জানান, ইজিবাইকে মাইক লাগিয়ে সাদিকা র্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি করছিলো তারা। তাদের কাছে জুয়ার টিকিট, টাকা ও ড্রাম উদ্ধার করা হয়েছে।
খুলনা গেজেট/ টিএ