খুলনা, বাংলাদেশ | ২২ কার্তিক, ১৪৩১ | ৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  এক এগারোর সময় ২৭তম বিসিএসের ১১৩৭ জনকে বাদ দেয়ার মামলা ফের শুনবেন আপিল বিভাগ
  সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ

খুলনায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ অগ্নিসংযোগ ক‌রে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ‌তে আশপাশের দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর ডাকবাংলা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬ টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা মিছিল সহকারে ডাকবাংলা মোড়ে আসে। এ সময়ে ওই মিছিলের ছাত্র জনতাকে বেশ উত্তেজিত দেখা গিয়েছিল। তারা ডাকবাংলা মোড় পার হয়ে জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলে। পরবর্তীতে তারা কার্যালয়ের ভেতর প্রবেশ করে চেয়ার এবং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালায়। এরপর ভাঙাচোরা মালামাল বাইরে এনে অগ্নিসংযোগ করে। পরে তারা জাতীয় পার্টির নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে খুলনা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুল গিয়াস খুলনা গেজেটকে বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা সন্ধ্যা ৬ টার দিকে মিছিল সহকারে এসে জাতীয় পার্টির কার্যালয়ে অতর্কিত হামলা করে। তারা অফিসকে কেন্দ্র করে ইটপাটকেল নিক্ষেপ করে। কার্যালয়ের ভেতর থেকে ২টি প্লাষ্টিকের চেয়ার বাইরে অগ্নিসংযোগ করে। যারা আক্রমণ করেছে তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এবিষয়ে খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজিদুল ইসলাম বাপ্পি জানান, উত্তেজিত জনতা জাতীয় দালাল ও ফ্যাসিস্টের প্রধান সহযোগী জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে এবং সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় বলে আমরা খবর পেয়েছি। এগুলোর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পৃক্ততা নেই।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!