খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের
  সালমান-আনিসুল-পলকসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার

খুমেক হাসপাতাল থেকে ওষুধ পাচারকালে কর্মচারি আটক, তদন্ত ক‌মি‌টি গঠন

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে বিপুল পরিমাণ ওষুধ পাচারকালে মনিরা বেগম নামে এক কর্মচারিকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ পাচারের বিষয়ে অধিকতর তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে অপারেশন থিয়েটার থেকে একটি ব্যাগে ওষুধ নিয়ে মনিরা বেগম হাসপাতালের বাইরে যাচ্ছিল। এসময় ডিউটিরত আনসারদের বিষয়টি সন্দেহ হলে তারা ব্যাগ তল্লাশী করে অপারেশনের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের ওষুধ পায়। এরপর তাকে পরিচালকের কক্ষে নেওয়া হয়। পরবর্তীতে মনিরা বেগমের স্বীকারোক্তি অনুযায়ী তার ব্যবহৃত লকারে গিয়ে আরও ওষুধ উদ্ধার করা হয়। এগুলো রোগীদের অপারেশনের জন্য ব্যবহার করা হত। প্রাথমিকভাবে ওষুধের দাম নির্ধারণ করা যায়নি। তবে এই পাচার কাজের সাথে আরো কারা জড়িত আছে সেটা তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দিবেন। তদন্ত কমিটিতে হাসপাতালের এনেস্থেসিয়ার বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা: দিলীপ কুমার, হাসপাতালের উপ-পরিচালক অপর্ণা বিশ্বাস, আরএমও অঞ্জন চক্রবর্তীসহ আরো দুইজন রয়েছেন।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা: মো: রবিউল হাসান বলেন, মনিরা বেগম আউটসোসিংয়ের কর্মচারি। তাই এই বিষয়ে ঠিকাদারের নিকট কৈফিয়ত চাওয়া হবে। এছাড়া ওষুধ পাচারের বিষয়ে আরও তদন্ত করার জন্য পাঁচ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এরপর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!