খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল অপারেশন থিয়েটার (ওটি) দুইদিন ধরে বন্ধ রয়েছে। এতে অপেক্ষায় থাকা অপারেশন রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে। অপারেশন থিয়েটারের বিদ্যুতের এক পাশের সংযোগ অকেজো হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। গেল ২৩ এপ্রিল থেকে অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
হাসপাতাল সূত্র জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ টি ওটিতে অপারেশন কার্যক্রম হয়ে থাকে। এরমধ্যে ১টি ইমারজেন্সি ওটি। যেখানে ২৪ ঘন্টা অপারেশন কার্যক্রম চালু থাকে। প্রতিদিন ইমারজেন্সি ওটিতে ২৫-৩০ টি অপারেশন হয়ে থাকে। ইমার্জেন্সি ওটিতে সব ধরনের রোগীর অপারেশন করা হলেও সাধারণত সিজারিয়ান রোগী বেশি অপারেশন হয়ে থাকে। অপরদিকে হাসপাতালটির জেনারেল ওটিতে প্রতিদিন ১০-১২ জন রোগীর অপারেশন হয়ে থাকে। গত দুই দিনে এটির কার্যক্রম বন্ধ থাকার ফলে অপারেশনের জন্য সিরিয়ালে থাকা রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ হুসাইন সাফায়াত খুলনা গেজেটকে বলেন, জেনারেল ওটি’র ওয়ারিং অনেক পুরাতন ছিলো। ওটি’র নতুন নতুন মেশিনারিজ সাপোর্ট দিতে পারছিলো না। যার কারণে হঠাৎ করে বিদ্যুতের এক সাইডের ফেজে সমস্যা দেখা দেয়। উন্নত এবং টেকসই ক্যাবল দিয়ে সংযোগের কাজ চলমান রয়েছে। আশা করছি বুধবার রাতের মধ্যে পুনরায় ওটি’র কার্যক্রম শুরু হবে।
খুলনা গেজেট/কেডি