খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

খুমেক ল্যাবে ৯০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৯০ জনের করোনা পজিটিভ এসেছে । যার মধ্যে খুলনারই রয়েছে ৬২ জন। সোমবার (১২ এপ্রিল) রাতে খুলনা পিসিআর ল্যাবের ২৮০ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুমেক হাসপাতালের উপাধ্যক্ষ এবং করোনা প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা কমিটির সমন্বয়কারী ডা: মো: মেহেদী নেওয়াজ জানান, শনাক্ত হওয়া ৯০ জনের মধ্যে খুলনারই রয়েছেন ৬২জন। বাকীদের মধ্যে বাগেরহাটের ২১জন, যাশোরের তিনজন, নড়াইলের একজন, গোপালগঞ্জের একজন, ঢাকার একজন এবং ময়মনসিংহের একজন রয়েছেন।

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সাদিয়া মনোয়ারা উষার ১১ এপ্রিলের দেওয়া তথ্যমতে, গত তিন মাসের ব্যবধানে এপ্রিলের ১০ দিনে খুলনায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। জানুয়ারি মাসে করোনা পজিটিভ রোগী ছিল ১৮২ জন। সুস্থ হয়েছেন ২৬২ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। ফেব্রুয়ারি মাসে করোনা পজিটিভ রোগী ছিল ৯৭ জন। সুস্থ হয়েছেন ৩৫ জন। আর মারা গেছেন একজন। মার্চ মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪০ জনে দাঁড়ায়। আর সুস্থ হন ১১৯ জন। চলতি মাসের ১০ দিনে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। মাত্র ১০ দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪১১ জন। আর মারা গেছেন আটজন। তবে সুস্থ হয়েছেন ৭৫ জন।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে মানুষের সচেতনতা জরুরি। মাস্ক ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!