খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় ২২৪ জনের করোনা পজিটিভ এসেছে। মঙ্গলবার (২২ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুমেকের পিসিআর মেশিনে ৫৬৪ জনের নমুনা পরীক্ষায় ২২৪ জনের করোনা পজিটিভ এসেছে।
যার মধ্যে খুলনার ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ২৭ জন, যশোরে ৭ জন, সাতক্ষীরায় ১ জন, পিরোজপুরের ৩ জন,গোপালগঞ্জের ১ জন ও চুয়াডাঙ্গা জেলার ১ জন রয়েছেন।
খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ।
খুলনা গেজেট/ এস আই