খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮.৯৩ শতাংশ। সোমবার (২৮ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার খুমেক ল্যাবে শনাক্তের হার ছিলো ৩৯.৬৫ শতাংশ, শনিবার ছিলো ৫০ শতাংশ, শুক্রবার ছিলো ৩৭.৯০ শতাংশ, বৃহস্পতিবার ছিলো ৫১.৫৫ শতাংশ, বুধবার ছিলো ৩৪ শতাংশ, মঙ্গলবার ছিলো ৪০ শতাংশ, আর সোমবার ছিলো ৩১ শতাংশ।
তিনি জানান, খুমেকের পিসিআর মেশিনে মোট ৫৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৫০১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ১২ জন, যশোরে ৫ জন, সাতক্ষীরায় ৩ জন, পিরোজপুরের ২ জন, ঝিনাইদহের ১ জন ও ঢাকার ১ জন রয়েছে।
খুলনা গেজেট/এমএইচবি