খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৫১ শতাংশ।
রবিবার (৮ আগস্ট) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার করোনা শনাক্তের হার ছিলো ২৪ দশমিক ২৭ শতাংশ ও বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিলো ২৯ দশমিক ৭৯ শতাংশ।
তিনি জানান, খুমেকের পিসিআর মেশিনে মোট ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩১২ টি নমুনা পরীক্ষায় নতুন করে ১১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ৫ জন, যশোর ৭ জন, নড়াইল ২ জন, গোপালগঞ্জ ১ ও ঝিনিইদাহ ১ জন রয়েছে।
এদিকে খুলনায় প্রথমবারের মতো করোনায় আক্রান্ত দুই শিশুকে ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, শনিবার বিকাল পৌনে পাঁচটায় খুলনার বটিয়াঘাটা উপজেলার কল্যাণশ্রী গ্রামের শাহজাহান খাঁর ছয় মাসের শিশু পুত্র আমীর হামজাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারে অন্য কেউ করোনায আক্রান্ত হয়নি। এছাড়া একই দিন বিকালে ওই উপজেলার হোগলবুনিয়া গ্রামের কুমারেশ বালার নয় মাসের শিশু পুত্র সুমন বালাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুমনের মা সুজাতা বালাও (২৭) করোনা আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, এর আগে করোনা আক্রান্ত শিশুদের বহির্বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়। তারা বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছে। এই প্রথম খুলনায় হাসপাতালে করোনা আক্রান্ত শিশু রোগী ভর্তি হলো।
শিশু আমীর হামজার পরিবারের সদস্যরা জানান, শিশুটি কিভাবে করোনায় আক্রান্ত হলো তা বলতে পারছেন না তারা।
খুলনা গেজেট/এএ