খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

খুবি অফিসার্স কল্যাণ পরিষদের সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্বিবদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সাথে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোঃ মোর্শেদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, যুগ্ম মহাসচিব মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম হিরা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মোঃ এরশাদ।

এ সময় আরও বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী, উপ-রেজিস্ট্রার হাওলাদার আলমগীর হাদী, সহকারী পরিচালক (বাজেট) বিমান সাহা, সহকারী রেজিস্ট্রার মোঃ রফিকুল ইসলাম বাবু, মিয়া মোহাম্মদ সালাউদ্দিন, সেকশন অফিসার মোঃ মোস্তফা আল মামুন প্রবাল ও শেখ মনজুর মোর্শেদ প্রমুখ।

সঞ্চালনা করেন অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপন। এ সময় অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল আলম হাওলাদার, মোঃ মাসুদুর রহমান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হোসেন, দপ্তর সম্পাদক সঞ্জয় সাহা, অর্থ সম্পাদক হামিদ ব্যাপারী, ক্রীড়া সম্পাদক এইচ এম ইকবাল হোসেনসহ নির্বাহী কমিটির সদস্য ও সমিতির সাধারণ সদস্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!