খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় আজ বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে কেক কাটেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুন। এসময় ডিসিপ্লিনের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও এদিন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের এমএসএস এর দুটি ব্যাচ যথাক্রমে ২০১৯-২০২০ (প্রথম ইনটেক) ও ২০১৯-২০২০ (দ্বিতীয় ইনটেক) এবং বিএসএস অনার্স (১৭ ব্যাচ) ২০১৭-২০১৮ সমূহের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুন। অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএ