খুলনা বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আলী আকবরের মাতা সাহেরা বানু আজ রবিবার (১১ এপ্রিল) ভোর ৫.১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০০ বছর। তিনি ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জোহরবাদ নামাজে জানাজা শেষে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর মহল্লার কবরস্থানে তাকে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আলী আকবরের মাতার মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজাহানসহ সেন্টারের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী শোক প্রকাশ করেন।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান ইসলাম লিপন অনুরূপ শোক প্রকাশ করেছেন।
খুলনা গেজেট/ এস আই