খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮
ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ উদ্বোধন

খুবির ডিন, ডিসিপ্লিন প্রধান ও প্রভোস্টবৃন্দের সাথে উপাচার্যের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধানদের সাথে এক মতবিনিময় সভা আজ ১৯ জানুয়ারি বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দসহ উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ মত ব্যক্ত করেন যে, দুইজন শিক্ষার্থী যেভাবে শাস্তি মওকুফ করাতে চায় সেটা বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সঠিক প্রক্রিয়া নয়। তাদের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী তারা সেই প্রক্রিয়া অনুসরণ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ গ্রহণ করতে পারে।

এদিকে আজ দুপুর সাড়ে ১২ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এই ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ শামীম আহসান, বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠতম প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, প্রধান প্রকৌশলী মোঃ সিরাজুম মুনিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

৭০০ লাইন সক্ষমতার এই স্বতন্ত্র ডিজিটাল এক্সচেঞ্জটি সয়ংক্রিয়ভাবে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের আগামী বেশ কয়েক বছরের চাহিদা পূরণ করবে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!