খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের বার্ষিক প্রীতি সম্মিলন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় আজ শনিবার বিকেলে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণ শেষে তিনি বলেন, অফিসের দায়িত্ব পালনের পাশাপাশি মাঝেমাঝে চিত্ত-বিনোদন এবং পরিবারের সদস্যদের মিলনমেলা সৌহার্দ-সম্প্রীতি বৃদ্ধি করে। এর ফলে প্রাতিষ্ঠানিক কাজের গতি বৃদ্ধি পায় এবং মানসিক অবস্থারও উন্নতি ঘটে। কোনো প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে সম্মিলিত প্রচেষ্টার উপরও তিনি গুরুত্বারোপ করেন।
এ প্রীতি সম্মিলনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপন। এ সময় অফিসারবৃন্দ স্বপরিবারে উপস্থিত ছিলেন। সূত্র : প্রেস রিলিজ।
খুলনা গেজেট/কেএম