‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। পরে উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে হাদী চত্বরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, সময়ের সাথে প্রযুক্তির সহজলভ্যতায় গ্রন্থাগারের প্রতি শিক্ষার্থীদের আকর্ষণ কমে যাচ্ছে। তাই গ্রন্থাগারকে যুগোপযোগী করে শিক্ষার্থীদের আকর্ষণ ফিরিয়ে আনতে হবে। বিশেষ করে বই-পুস্তকের পাশাপাশি, ডিজিটাল লাইব্রেরি সিস্টেম, আধুুনিক জার্নাল সংযুক্ত করাসহ গ্রন্থাগারের উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, অনলাইনে গ্রন্থাগারের সুবিধা প্রদানসহ নতুনত্ব সৃষ্টি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে পিএইচডি, মাস্টার্স এবং আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য পৃথক কর্নার এবং শিশুদের জন্য একটা স্পেস রাখা প্রয়োজন। তাহলে গ্রন্থাগারে পাঠক সংখ্যা বাড়বে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারকে আরও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র হচ্ছে লাইব্রেরি। সমৃদ্ধ লাইব্রেরি ছাড়া উন্নত বিশ্বে কোনো বিশ্ববিদ্যালয় চিন্তা করা যায় না। অনলাইনে বই-পুস্তকের পিডিএফ ফাইল খুব সহজে পাওয়ার কারণে শিক্ষার্থীরা লাইব্রেরি বিমুখ হচ্ছে। তাই আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতের মাধ্যমে শিক্ষার্থীদের লাইব্রেরিমুখী করা যেতে পারে।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। স্বাগত বক্তৃতা করেন গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-গ্রন্থাগারিক কাজী ফেরদাউস।
শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন প্রধানসহ বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এম মিলন