খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এর সভাপতিত্বে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশন ফিস পুনঃনির্ধারণের লক্ষ্যে উপ-উপাচার্য, ট্রেজারার ও ডিনবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা শেষে কোর্স রেজিস্ট্রেশন ফিস পুনঃনির্ধারণের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়।
এরই ধারাবাহিকতায় গঠিত কমিটির সভা বুধবার (৩০ অক্টোবর) সকালে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলাস্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান।
সভায় গঠিত কমিটির সদস্য জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, সদস্য সচিব ও আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, সদস্য ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, সদস্য (শিক্ষার্থী প্রতিনিধি) অর্থনীতি ডিসিপ্লিনের মুহিব্বুল্লাহ, ইংরেজি ডিসিপ্লিনের মো. আহাদ হোসেন ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মনিরুজ্জামান রিয়াদ উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন। সভায় আগামী ৬ নভেম্বরের মধ্যে কোর্স রেজিস্ট্রেশন ফিস পুনঃনির্ধারণ করে রিপোর্ট জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
খুলনা গেজেট/এএজে