খুলনার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর এলকার একটি খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা লাশের পরিচয় পাওয়া গেছে। তিনি বয়রা রায়ের মহল মোল্লাপাড়া এলাকার আমীর শেখ। তিনি ওই এলাকার ইনতাজ শেখের ছেলে।
আমীর শেখের নাতনী ময়না খাতুন খুলনা গেজেটকে জানান, ২৩ নভেম্বর বিকেলে আছরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সবস্থানে খোঁজ নেয়। না পেয়ে ওই দিনেই হরিণটানা থানায় একটি সাধারণ ডায়েরী করেন তার স্ত্রী জামিলা বেগম, যার নং ১১৪৫। তবে কি কারণে তার মৃতদেহ নদী থেকে পাওয়া গেছে তার প্রকৃত কারণ তিনি বলতে পারেনি। লাশ এখনও দাফন করা হয়নি। তার বড় মামা দেশের বাইরে থাকেন। তিনি এলে তার লাশ দাফন করা হবে বলে তিনি আরও জানিয়েছেন।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক জানান, আমীর শেখকে নিখোঁজ হওয়ার দিনেও বিকেলে বাজারে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। গতকাল দুপুর ১২ টার পর আমীরপুর এলাকার নারায়নখালীর একটি খাল থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয় লাশ। থানা থেকে লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে আঞ্জুমান মফিদুলে হস্তান্তরের আগেই পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করে। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু মামলাও হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মো: শাহ জালাল জানান, লাশ নৌ পুলিশ উদ্ধার করেছে। তারাই এ বিষয়টি তদন্ত করবেন।
খুলনা গেজেট/এনএম