খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

খালিশপুরে অবসরপ্রাপ্ত পাটকল কর্মচারী-কর্মকর্তাদের লালপতাকা-সভা

ফুলবাড়িগেট প্রতিনিধি

রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৯ মার্চ বুধবার বিকেল ৫টায় খুলনার খালিশপুর এলাকায় লালপতাকা মিছিল শেষে পিপল্স জুট মিলস গোল চত্ত্বরে জনসভা অনুষ্ঠিত হয় ।

সভায় সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের খুলনার আহবায়ক মোঃ জাহাঙ্গির হোসেন। সদস্য সচিব এস এম জাকির হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন আব্দুল ওহাব, মঞ্জুরুল করিম বাবু, হুমায়ুন কবীর খান, মোঃ হারুনার রশিদ, হেমায়েত উদ্দীন, মোঃ দ্বীন ইসলাম, মোঃ মুরাদ হোসেন, মোঃ দেলওয়ার হোসেন, মোঃ খলিলুর রহমান প্রমুখ ।

সভায় নেতৃবৃন্দ বলেন, সকল রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের কর্মচারী কর্মকর্তারা (অবসরকৃত) ২০১৩ সালের ১ জুলাই হতে ২০২০ সালের ২৯ জুন পর্যন্ত কোন কর্মচারী কর্মকর্তারা মিলের পাওনাদী পায়নি । সরকার ২৯ শে জুন সকল রাষ্ট্রায়ত্ত্ব পাটকল ২০২০ সালের ৩০ জুন থেকে মিলগুলি বন্ধ ঘোষণা করার পর শ্রমিকদের অধিকাংশ টাকা পরিশোধ করা হলেও অবসরকৃত কর্মচারী-কর্মকর্তাদের কোন পাওনাদী পরিশোধ করা হয়নি । ইতিপুর্বে অবসরকৃত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা আদায়ের দাবিতে কর্মসূচি চলাকালিন নায্য দাবি পূরণের ব্যাপারে বিজেএমসির পক্ষ থেকে অতিদ্রত পাওনা পরিশোধের ব্যাপারে আশাস প্রদান করা হয় । যে কারণে কর্মসূচি স্থগিত করা হলেও তা বাস্তবায়ন করা হয়নি । ১৬ মার্চ বুধবার সকাল ১১ টায় ঢাকার ডেমরা ও নরসিংদী, চট্রগ্রামের আমিন জুট মিলের সামনে এবং খুলনার খালিশপুর ও আটরা শিল্প এলাকায় রাজপথে মিছিল অনুষ্ঠিত হবে। ২১ মার্চ সোমবার সকাল ১০ টায় বিজিএমসির মতিঝিলস্থ প্রধান কার্যালয়ের সামনে গণঅনশন অনুষ্ঠিত হবে । এরমধ্যে দাবি পূরণ না হলে মহান স্বাধীনতা দিবসের পরদিন ২৭ মার্চ আমরণ অনশন সহ রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে নেতৃবৃন্দ হুমিয়ারী উচ্চারণ করেন ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!