খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

খালিশপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

পারিবারিক কলহের জের ধরে মহুয়া খাতুন নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে খুলনা নর্দান ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাগেরহাট সদর থানা এলাকার শাহাদাত হোসেনের কন্যা। খালিশপুর নানী বাড়িতে থেকে পড়াশুনা করত।

খালিশপুর থানার এসআই মো: শওকত আলী জানান, মঙ্গলবার দুপুর ও রাতে কোন খাবার গ্রহণ করেনি মহুয়া। রাতে ঘরের দরজা দিয়ে ঘুমিয়ে পড়ে। আজ সকাল গড়িয়ে দুপুরেও ডাকাডাকি করলে ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। সাড়ে তিনটার দিকে পুলিশ দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। সুরাতহাল রির্পোট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মহুয়ার মা মারা যাওয়ার কিছুদিন পর বাবা দ্বিতীয় বিবাহ করেন। এরপর নানী বাড়ি খালিশপুর থেকেই লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। বাবার সাথে মনমালিন্যে এ ঘটনা ঘটতে পারে। তাছাড়া মৃতের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি বলে তিনি আরও জানিয়েছেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!