খুলনার খালিশপুর থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১০ জনকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। মঙ্গলবার (২২ মার্চ) খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলো, আনোয়ার কবির মিলন ওরফে মিদ্দাত হোসেন, সোহেল রানা, আমিনুল, কামরুল ইসলাম, রিফাত রহমান, আব্দুর রউফ, মো: শেখ ফরিদ, আব্দুল আলীম, মো: রফিকুল ইসলাম ও তালহা ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা নিমাই চন্দ্র জানান, ১৮ মার্চ রাতে খালিশপুর বিআইডিসি রোডের কাশিপুর এলাকার আলম শেখের মালিকানাধীন বাড়িতে অভিযান চালিয়ে র্যাব ঐ ১০ জনকে আটক করে। পরে র্যাব বাদী হয়ে খালিশপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে। মামলাটির অধিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য পরের দিন সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে প্রেরণ করলে আদালত আজ তাদের ১০ জনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
খুলনা গেজেট/কেএ