খুলনা, বাংলাদেশ | ২৫ ফাল্গুন, ১৪৩১ | ১০ মার্চ, ২০২৫

Breaking News

  ধর্ষণের মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার : আইন উপদেষ্টা
  কোনো বাধা ছাড়া মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের, শিশুটির বড়বোনকেও নিরাপত্তা দেয়ার নির্দেশ

খালিশপুরের প্রবীন আলেমে দ্বীন হাফেজ ফজলুল হক’র ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর খালিশপুরের ঐতিহ্যবাহী শামসুল উলুম খাদেমুল ইসলাম মাদ্রাসা ও দারুল ক্বারার জামে মসজিদে প্রতিষ্ঠাতা প্রবীন আলেমে দ্বীন হাফেজ মোঃ ফজলুল হক (রহ:) রবিবার দিনগত রাতে খালিশপুরস্থ নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজউন)।

মৃতকালে তিনি স্ত্রী.২ পুত্র ও ২ কন্যা এবং সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শিক্ষার্থী রেখে গোছেন। মরহুমের নামাজের জানাযা সোমবার বার জোহর খাদেমুল ইসলাম মাদ্রাসা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার,খুলনার দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোস্তাক আহম্মেদ, মাদানীনগর মাদ্রাসার মাওলানা এমদাদুল্লা কাশেমী, টুঙ্গীপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মোরতাজা হাসান, মুহতামিম সাহেবের প্রতিনিধি মুফতী মোঃ তাসনীম, গোপালগঞ্জ হরিদাসপুর মাদ্রাসার মুফতী ইব্রাহীম, ঢাকা ইমাম বুখারীর মুফতি ওয়াহিদুল আলম, গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাসউদুল হক, খুলনা সিটি করপোরেশনের শিক্ষক সমিতির সভাপতি মুফতি নাসির উদ্দিন কাসেমী, বিদ্যুৎ ষ্টাফ কোয়াটার ইমাম জি.এম. এমদাদুল হক, ইসলামী আন্দোলন হরিনটানার সভাপতি মাওলানা দ্বীন ইসলামসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত মরহুমের ছাত্র, ভক্তবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাযা নামাজের ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা মোঃ নাজমুল হক। জানাযা শেষে মরহুমকে মাদ্রাসা প্রাঙ্গনে দাফন করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!