ছায়াবৃক্ষের আয়োজনে এবং আরসিসি বিল্ডার্স লিমিটেডের সহযোগিতায় বৃক্ষরোপণ করা হয়। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় খালিশপুরের দক্ষিণ কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বিদেশি এবং হাইব্রিড জাতের গাছের আগ্রাসনে দেশি জাতের ফলজ গাছ আজ বিলুপ্তপ্রায়। তাই পরবর্তী প্রজন্মকে দেশি জাতের ফলজ গাছের সাথে পরিচয় করানো এবং সংরক্ষণের লক্ষ্যকে সামনে নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও নগরীর বিভিন্ন বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আফরোজ খানের সভাপতিত্বে এবং ছায়াবৃক্ষের প্রধান নিবার্হী মাহবুব আলম বাদশার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক খলিলুর রহমান সুমন, লিটন খান,প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সোবাহান, রুহুল আমিন, সহকারি শিক্ষক আসমা খানম, মোহাম্মদ নুর আলম হাওলাদার, জেসমিন খাতুন, মোহাম্মদ সেলিম, রাব্বি প্রমূখ।