খুলনা মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক ও ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন মঙ্গলবার ( ২৫ মে) বেলা ২টায় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ মাগরিব যোগীপোল রেলগেট সংলগ্ন ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি এ্যাড.শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপির সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, মোঃ সিরাজুল হক নান্নু, জাফরুল্লাহ আহম্মদ সাচ্চু, মোঃ আসাদুজ্জামান মুরাদ, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, এসএ রহমান বাবুল, এনামুল হাসান ডায়মন্ড, শেখ হারুন অর রশিদ, মোঃ ইলিয়াস, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, রুমি সিকদার, মোঃ জাকির শেখ, আল আমিন ফকির প্রমুখ।
২৮ মে শুক্রবার বাদ জুম্মা পরিবারের পক্ষ থেকে যোগীপোল রেলগেট সংলগ্ন জামে মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/ এস আই