খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

কয়রায় ৫শ’ প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে সার ও ধান বীজ বিতরণ

কয়রা প্রতিনিধি

কয়রা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়ােজনে উপজেলার সাত ইউনিয়নের ৫শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে রোপা আমন উফশী চাষের জন্য প্রতি কৃষকের ১ বিঘা জমির জন্য ৫ কেজি ব্রী ধান-৪৯ জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ধান ও সার বিতরণ করেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, ভাইস-চেয়ারম্যান এ্যাডভােকেট কমলেস কুমার সানা, উপজেলা কৃষি অফিসার মােঃ জাহাঙ্গীর আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মােঃ নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার মােঃ আয়ুব আলী, এম মাহফুজ, অনুতাব সরকার, গুরুদাশ মন্ডল, নাইমুর রহমান, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, কামাল হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!