দুপুরের খাবার খেতে আসার পথে সড়ক দুর্ঘটনায় রিফাত হোসেন নামের আট বছর বয়সি হেফজ পড়ুয়া এক শিশুর মৃত্য হয়েছে।
২০ আগস্ট (শনিবার) বিকেল তিনটার দিকে কয়রা উপজেলার নাকসা চৌরাস্তা সংলগ্ন এলাকার কয়রা পাইকগাছা সড়কে মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে শিশুটি মারা হয়।
নিহত রিফাত হোসেন (৮) কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের মঈন আলী সরদারের ছেলে। সে নাকসা পূর্বপাড়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের হেফজ শাখার মেধাবী ছাত্র।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছোট্ট বাচ্চাটি মাদ্রাসা থেকে পড়াশুনা করে যোহরের নামাজ শেষে দুপুরের খাবার খেতে বাড়ি আসছিলো। বাড়ির পথে প্রবেশ করার সময় আমাদী থেকে চাঁদখালীগামী একটি মোটরসাইকেল পিছন থেকে তার শরীরের ওপর ওঠে যায়। তাৎক্ষণিক গ্রামবাসীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.বি.এম.এস দোহা (বিপিএম) জানান, নিহতের পিতা-মাতা মামলা করতে রাজি নয়। তাই ময়নাতদন্ত না করার জন্য ডিসি স্যারের কাছে আবেদন পাঠিয়েছে অনুমতি পেলে নিহতের দাফন সম্পন্ন হবে।
খুলনা গেজেট/ টি আই