খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ তার সচিবের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় চেয়ারম্যান বলেন, টাকা ছাড়া সচিব কোন কাজ করতে চায় না। ইউনিয়নের সাধারণ মানুষ সচিবের স্বেচ্ছাচারিতার কারণে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে প্রাথমিকভাবে সচিবকে সতর্ক করা হলেও তিনি তার অনিয়ম চালিয়ে যেতে থাকে। এ অব্স্থায় সোমবার মনিরুল ইসলাম নামে একজন শারীরিক প্রতিবন্ধী জন্মনিবন্ধনের কাজে ইউনিয়ন পরিষদে আসেন। বিকেল ৫টার দিকে তিনি চেয়ারম্যানের কাছে গেলে সচিবকে ডেকে ঘটনা জানতে চান। তখন সচিবকে উপস্থিত না পেয়ে চেয়ারম্যান ফোন করে আসতে বললে তিনি আসতে রাজি হননি। পরে মোটরসাইকেল পাঠিয়ে সচিবকে ডেকে নিয়ে আসেন চেয়ারম্যান। পরিষদে আসার পরে উভয়ে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে উপজেলা নির্বাহী কর্মকতার হস্তক্ষেপে বিষয়টি সেখানেই নিষ্পত্তি হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এ ঘটনাটি ভিন্নখাতে নিতে এবং তার সুনাম ক্ষুন্ন করতে একটি পক্ষ সচিবকে চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে। তাকে হাসপাতালে ভর্তি করে অপপ্রচারে লিপ্ত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্যসহ ১০/১৫ জন ইউনিয়নের সাধারণ মানুষ।