করোনাকালীন দূর্যোগে অক্সিজেন সংকট মোকাবিলায় খুলনার কয়রায় বিনামূল্যে করোনা রোগীদের বাড়ি অক্সিজেন পৌঁছে দেয়ার প্রত্যয় নিয়ে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের ব্যবস্থাপনায় শেখ রাজিয়া নাসের অক্সিজেন ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষক নুরুল আমিন নাহিনের সঞ্চলনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কমলেস কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, ইউপি চেয়ারম্যান আমির আলী গাইন, আব্দুস সাত্তার পাড়, জিএম সামছুর রহমান, সরদার নুরুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির, কয়রা উপজেলা প্রেসকাবের সভাপতি শেখ হারুন অর রশিদ, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, শেখ মনিরুজ্জামান মনু, দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি আবু দাউদ মোল্যা, আওয়ামী লীগ নেতা আব্দুল্যাহ আল মাহমুদ, এসএম জিয়াদ আলী, আব্দুর সবুর ঢালী, এসএম ইব্রাহিম, শিক্ষক খায়রুল আলম, গনেশ চন্দ্র মন্ডল, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিক্কার আলম, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ধীরাজ কুমার রায়, জাগ্রত যুব সংঘের সভাপতি শামীম রেজা, মদিনাবাদ যুব সংঘের সভাপতি এসএম মাসুম বিল্লাহ প্রমুখ।
খুলনা গেজেট/ টি আই