উপজেলা প্রশাসন ও থানা পুলিশ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সপ্তাহের লকডাউনের প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালত চার জনকে জরিমানা করেছে। জেলা প্রশাসন আহুত সপ্তাহব্যাপী লকডাউনে মঙ্গলবার (২২ জুন) ছিলো প্রথম দিন
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস নেতৃত্বে উপজেলার আমাদী, ঘুগরাকাটি, অন্তাবুনিয়া,কালনা,ফুলতলা বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় চার জন দোকানদারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন ঘোষিত গণ বিজ্ঞপ্তির বিধি লঙ্ঘন করে জনসমাগম করায় ১৮৬০ সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কয়রা থানা পুলিশ কর্মকর্তা রা উপস্থিত ছিলেন।
কঠোর অবস্থানে থেকে বাজার মনিটরিং ও মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট জনসমাগম রোধ বিষয়ক কার্যক্রমের অংশ হিসেবে জনসচেতনতা সৃষ্টির জন্য ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়।
খুলনা গেজেট/এমএইচবি