প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণরোধে খুলনার কয়রা উপজেলায় এক সপ্তাহের লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে ছিল প্রশাসন। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ উপজেলার বিভিন্ন বাজার ও রাস্তার মোড়ে অবস্থান নিয়ে লকডাউন কার্যকর করার চেষ্টা করছেন। উপজেলার প্রবেশে পথে চেকপোস্ট বসানো হয়েছে। বুধবার (২৩ জুন) উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ জনকে জরিমানা করা হয়েছে।
উপজেলার প্রধান কাঁচা-বাজার ও মাছের আড়ৎ সহ উপজেলার ছোট বড় বাজার ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের চেয়ে ক্রেতা-বিক্রেতার সংখ্যা তুলনামুলক কম। ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ব্যবসায়িরা ছাড়া অন্যান্ন ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ জনকে ২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এতে সহযোগিতা করেছে কয়রা থানা পুলিশ।
জেলা প্রশাসন ঘোষিত গণ বিজ্ঞপ্তির বিধি লঙ্ঘন করে জনসমাগম করায় ১৮৬০ সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ১২২ জন। সুস্থ হয়েছেন ৮৬ জন। ৩৬ জন আইসোলেশনে রয়েছেন। এবং এপর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।