খুলনার কয়রায় বন্য প্রাণী পাচারের সময় পাচার চক্রের ৩ জন সদস্যকে আটক করেছে কয়রা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি গুইশাপ উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, কয়রা থানার পুলিশ পরিদর্শক মোঃ রবিউল হোসেনের নির্দেশনায় এস আই কিশোর কুমার দত্ত এর নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনার সময় সোমবার দিবাগত-রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মদিনাবাদ গ্রামে বন্য প্রাণী গুইসাপ পাচারের সময় গোবরা গ্রামের সাদ্দাম হোসেন সরদার (২৩) ৪ নম্বর কয়রা (ঘোলপাড়া) অহিদুজ্জামান সাগর (২২) এবং সাতক্ষীরা জেলার আগড়দাড়ি উপজেলার বিকাশ দাসকে (৩০) আটক করেন। পুলিশ বাদি হয়ে বন্যপ্রাণী নিধন আইনে ২৩ নভেম্বর কয়রা থানায় একটি মামলা দায়ের করেন মামলা নম্বর-১৬।
কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন্য প্রাণী পাচারকালে পাচার চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এবং তাদেরকে বন্য প্রাণী নিধন আইনে মামল দায়ের করা হয়েছে।