খুলনা জেলার কয়রা উপজেলায় সাত ইউপির ছয়টিতে নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যদের উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে, শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসময় তাদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন কয়রা-পাইকগাছ সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামাব বাবু।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা আড়াই টায় উপজেলা পরিষদের মিলানয়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে শপথ বাক্যপাঠ করান উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
১নং আমাদী ইউনিয়ন, ২ নং বাগালী ইউনিয়ন, ৩ নং মহেশ্বরীপুর ইউনিয়ন, ৪ নং মহারাজপুর ইউনিয়ন, ৬ নং উত্তর বেদকাশী ইউনিয়ন ও ৭ নং দক্ষিণ বেদকাশি ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন থেকে নয়জন সাধারণ সদস্য ও তিনজন সংরক্ষিত নারী সদস্য শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ সানা, ভাইস চেয়ারম্যান মহিলা নাছিমা আলম, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য নাহার আক্তার, জেলা পরিষদের সদস্য জহরুল হক বাচ্চু, উপজেলা সহ-কারি কমিশনার (ভূমি) এম সাইফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোস্থাকিন বিল্লাহ, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত।
নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আমাদী ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, বাগালী ইউনিয়নে মো. আবদুস সামাদ গাজী, মহেশ্বরীপুর ইউনিয়নে শাহনেওয়াজ শিকারী, মহারাজপুর ইউনিয়নে মো. আব্দুল্লাহ আল মাহমুদ, এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আছের আলী।
এর আগে ২৭ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলার নব-নির্বাচিত ৬ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ-করান জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার তালুকদার।
উল্লেখ্য, প্রথম দফায় ২০ সেপ্টেম্বর কয়রা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে উপজেলার সদর ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের ৪নং কয়রা গ্রামের একটি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা ও ব্যাল্ট বাক্স ছিনতার ঘটনায় ইউনিয়ন টিতে নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন। স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ না হওয়ায় ঐ ইউপিতে গেজেটে প্রকাশিত হয়নি।
খুলনা গেজেট/ এস আই