খুলনা, বাংলাদেশ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত
  প্রতিনিয়ত যুদ্ধের হুমকিতে থেকে প্রস্তুতি না নেয় আত্মঘাতী : প্রধান উপদেষ্টা
  সায়মা ওয়াজেদ পুতুল, জয়, রাদওয়ান মুজিব, আজমিনা ও রেহেনা সিদ্দিকের বারিধারা, খুলনা, গোপালগঞ্জের ৬ কোটি টাকার প্লট-জমি জব্দ ও প্রশাসক নিয়োগের আদেশ

কয়রায় দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত, দ্বিতীয় দফায় শনাক্ত ১৬

কয়রা প্রতিনিধি

দেশে করোনা পরিস্থিতি ক্রমেভ য়াবহ রূপ নিচ্ছে । শহর থেকে গ্রাম গঞ্জেও ছড়িয়ে পড়েছে। খুলনার কয়রায় আবারও প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হতে দেখা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ জনের। দ্বিতীয় দফায় মোট আক্রান্ত হয়েছেন ১৬ জন। টিকা নিয়েও অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের অধিকাংশের বয়স ৫০ এর বেশি। কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ঢালী প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৬১৭ জনের। তন্মাধ্যে আক্রান্ত ১০৭ জনের মধ্যে ৮৮ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন তিন জন । বাকী ১৬ জন স্ব স্ব বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, উপজেলা প্রশাসন থেকে করোনা আক্রান্তের বাড়ি লকডাউন করা হয়েছে।  তাদেরকে শুকনা খাবার ও ফল দেওয়া হচ্ছে। এছাড়া করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নেওয়ায় উপজেলা প্রশাসন থেকে সতর্কতা মূলক প্রচারণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও সতর্কতা মূলক প্রচারণা করার নির্দেশ দেয়া হয়েছে।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!