খুলনার কয়রায় কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে ছুরির আঘাতে ইমরান হোসেন (১৯) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার কয়রা ইউনিয়নের পায়রাতোলার আইট গ্রামের আব্দুল জব্বার গাজীর ছেলে।
এই ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলো ৩ নং কয়রা গ্রামের রমজান গাজীর ছেলে আমিরুল(২১) ও জমিরুল(১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খেজুর বাগ মসজিদের পাশে দু`গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ভ্যান চালক ইমরানকে ছুরি দিয়ে আঘাত করা হয়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্হায় রাত আড়াইটার দিকে মারা যায়।
নিহতের বোন শাহানার জানান, তার ভাই ভ্যান চালক। তার ভাইয়ের ভ্যানে কয়েকজন ছেলে খেজুর বাগ মসজিদ মোড়ে যায়। সেখানে তাদের সাথে অন্য একটি পক্ষের সংঘর্ষের মধ্যে আমার ভাইকে ছুরি দিয়ে আঘাত করে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল হোসেন বলেন, ঘটনাটি শোনার পরই আমরা ঘটনাস্থানে যাই। ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে এখোনো কোনো মামলা হয়নি, মামলার প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/ এস আই